নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ঢাকার পরে এবার চট্টগ্রামে বাংলাদেশের স্বনামধন্য ম্যানেজমেন্ট সিস্টেম এবং কমপ্লায়েন্স অডিট কোম্পানী “গ্লোবাল গ্রুপ বাংলাদেশ” এর সেবা গ্রহিতা ও শুভাকাঙ্খীদের সম্মানে আয়োজিত ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর ‘চট্টগ্রাম সিনিয়রস ক্লাব’ এর মিলনায়তনে সোমবার সন্ধ্যায় ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন পোশাক কারখানা থেকে প্রায় দুই শতাধিক উচ্চ পদস্থ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
[metaslider id=2213]
‘গ্লোবাল গ্রুপ অব বাংলাদেশ’ এর চট্টগ্রাম প্রতিনিধি শম্পা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘গ্লোবাল গ্রুপ অব বাংলাদেশ’ এর প্রধান নির্বাহী আব্দুল মোত্তালেব। তিনি আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা্ ও কুশল বিনিময় করেন।
এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং গ্লোবাল গ্রুপ, জিএসসিএস ও সেরেজ জিএমবিএইচ এর সেবাসমূহের মান ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ইফতার পার্টিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভিজ্যুয়াল নিটওয়্যার লি. এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর নুর ফয়সাল, মেয়াস্ট্র অ্যাপারেলস লি. এর চেয়ারম্যান সমির পাল, ক্লিয়ার টেক্স লি. এর চেয়ারম্যান আব্দুল লতিফ, অ্যাম্পল ফ্যাশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক অনুপ পাল, ম্যাক্সিম গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার প্রদীপ দত্ত, জেকে শার্ট লি. এর ব্যবস্থাপনা পরিচালক কায়কোবাদ, ইউং ওয়ান গ্রুপের জিএম হারুনুর রশিদ, হারুনুর রশিদ, জিনস ২০০ এর জিএম এনএ খান, ভ্যালিয়্যান্ট গ্রুপের জিএম দিদারুল আলম, সানমান গ্রুপের জিএম রাশেদ মুনির সহ বিভিন্ন পোশাক শিল্প কারখানার উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।
ইফতারের আগে দেশ, জাতি ও দেশের পোশাক শিল্পের উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মতামত লিখুন :