Logo

জমকালো আয়োজনে CHAOWS এর ইফতার পার্টি অনুষ্ঠিত

Fazlul Haque
সোমবার, জুন ২৭, ২০১৬
  • শেয়ার করুন

ফজলুল হক : আনন্দঘন জমকালো আয়োজনে কপ্লায়েন্স এইচআর এডমিন অফিসার ওয়েলফেয়ার সোসাইটি (CHAOWS) এর ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খীদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলটি রাজধানীর উত্তরাস্থ গ্রেট ইন্ডিয়া রেস্টুরেন্টে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত সংগঠনটির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

DSC_1294

সংগঠনটির সভাপতি ও বিজিএমইএ এর শ্রম সচিব রফিকুল ইসলাম আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ইফতারের আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ২০০৮ সালে গঠিত হওয়া সংগঠনটি নানা চড়াই উৎড়াই পেরিয়ে আট বছর পার করেছে। যদিও সংগঠনটির মুল লক্ষ্য ও উদ্দেশ্য এখনো বাস্তবায়ন হয়নি, তবুও সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি। ২০১৩ সালে সংশোধিত শ্রম আইন ও ২০১৫ সালে প্রকাশিত শ্রম বিধিমালা প্রণয়নে সংগঠনটির নেতৃবৃন্দের বিশেষ অবদান রয়েছে। সবার সহযোগিতা পেলে আমরা অতি অল্প সময়েই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করতে সক্ষম হবো।

এসময় তিনি সকল সদস্যদের প্রতি আহ্বান করে বলেন, সবাই একত্রিত হয়ে সংগঠনের জন্য, নিজেদের জন্য কাজ করুন। সদস্য বৃদ্ধি করুন। নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করুন। আমরা সফল হবো ইনশাআল্লাহ।

এসময় তিনি  আগত সদস্য অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বলেন, দেশে নামে-বেনামে অনেক কমপ্লায়েন্স ও এইচআর এডমিন অফিসারদের সংগঠন রয়েছে। কিন্তু গর্বের বিষয়, এ ধরনের সংগঠনগুলোর মধ্যে আমাদের CHAOWS ই দেশের সর্বপ্রথম সংগঠন। আমাদের সৌভাগ্য বিজিএমইএ’র শ্রম সচিব রফিকুল ইসলাম সাহেবকে সংগঠনের সভাপতি হিসেবে পেয়েছি।তার নেতৃত্ব ও দিকনিদের্শনায় আমাদের প্রিয় সংগঠন এগিয়ে যাবে বহুদুর।

ইফতার পার্টি অনুষ্ঠানে দেশ, জাতি ও বাংলাদেশের পোশাক শিল্পের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।