Logo

গ্লোবাল গ্রুপের ইফতার পার্টিতে পোশাক শিল্পের কমপ্লায়েন্স প্র্যাক্টিশনার্সদের বিশাল মিলনমেলা

Fazlul Haque
শনিবার, জুন ১৮, ২০১৬
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বনামধন্য ম্যানেজমেন্ট সিস্টেম এবং কমপ্লায়েন্স অডিট কোম্পানী ” গ্লোবাল গ্রুপ বাংলাদেশ” এর সেবা গ্রহিতা ও শুভাকাঙ্খীদের সম্মানে আয়োজিত ইফতার পার্টি কমপ্লায়েন্স প্র্যাক্টিশনার্সদের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। শনিবার রাজধানীর উত্তরাস্থ ভূতের আড্ডা রেস্টুরেন্টে আয়োজিত এই ইফতার পার্টিতে দেশের বিভিন্ন পোশাক শিল্প কারখানার উচ্চ পদস্থ কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, পরিদর্শন কোম্পানীর পরিদর্শকসহ প্রায় ১ হাজার মানুষ অংশ নেয়।

[metaslider id=2051]

গ্লোবাল গ্রুপ বাংলাদেশ এর প্রধান নির্বাহী আব্দুল মোতালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আমেরিকা ভিত্তিক ম্যানেজমেন্ট সিস্টেম ও অডিট কোম্পানী সাসটেইনবেল ম্যানেজমেন্ট সিস্টেম ইনক. এর প্রধান নির্বাহী আব্দুল আলিম, জার্মান ভিত্তিক উন্নয়ন সংস্থা জিআইজেড এর উর্ধ্বতন কর্মকর্তা লুৎফুল কবীর ও শায়লা আশরাফ, সোনিয়া গ্রুপের পরিচালক মাহবুবুর রহমান, টোটাল গ্রুপের নির্বাহী পরিচালক আতাউল হক জিন্নাহ, মুহাম্মদী গ্রুপের সহ-মহাব্যবস্থাপক এহেতাসুম কবীর, নীট প্লাস ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক আজাদ পাটোয়ারী, জেনারেশন নেক্সট এর মহা-ব্যবস্থাপক ড. বজলুর রশিদসহ বিভিন্ন পোশাক শিল্প কারখানার উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

ইফতার পার্টিতে আয়োজক প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল মোতালেব, আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় তিনি তিনি তার সংক্ষিপ্ত বক্তেব্যে অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং গ্লোবাল গ্রুপ, জিএসসিএস ও সেরেজ জিএমবিএইচ এর সেবাসমূহের মান ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে গ্লোবাল গ্রুপের সর্বশেষ বেসিক অডিটর প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃতকার্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

জমকালো আয়োজনে অনুষ্ঠিত ইফতার পার্টিতে গ্লোবাল গ্রুপের সেবা গ্রহিতা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাবৃন্দ গ্লোবাল গ্রুপের সেবার মান নিয়ে ভূয়সী প্রশংসা করেন।

ইফতারের আগে দেশ, জাতি, ও দেশের পোশাক শিল্পের উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।