Logo

বিসিডব্লিউইউ এর উদ্যোগে ঢাকায় “শ্রম বিধিমালা ২০১৫” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Fazlul Haque
শনিবার, জুন ১৮, ২০১৬
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : ঢাকায় “বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫” বিষয় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে কমপ্লায়েন্স এন্ড ওয়েলফেয়ার ইউনিয়ন (বিসিডব্লিউইউ) এর আয়োজনে রাজধানীর উত্তরাস্থ তিন তারকা হোটেল  হাই গার্ডেন এর হলরুমে শুক্রবার সকাল থেকে দিনব্যাপি কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

1
ছবি : ফজলুল হক

আমেরিকা ভিত্তিক সার্টিফিকেশন এন্ড অডিট কোম্পানী “সাসটেইনবেল ম্যানেজমেন্ট সিস্টেম ইনক.” এর প্রধান নির্বাহী ও সোস্যাল একাউন্টিবিলিটি ইন্টারন্যাশনাল এর লিড ট্রেইনার আব্দুল আলিম প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মাশালাটি পরিচালনা করেন। এতে সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন ইউরোসার্ট বাংলাদেশ এর লিড অডিটর শেখ আলমগীর হোসাইন।

প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনটির নেতৃবৃন্দ, সদস্য বিভিন্ন পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ৩০ জন কমপ্লায়েন্স অফিসার, ওয়েলফেয়ার অফিসারসহ উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

DSC_1255
প্রশিক্ষণ পরিচালনা করছেন লিড ট্রেইনার আব্দুল আলিম; ছবি : ফজলুল হক

লিড ট্রেইনার আব্দুল আলিম জানান, শ্রম আইন সর্বশেষ হালনাগাদ হয় ২০১৩ সালে। এর প্রায় ২৭ মাস পরে প্রকাশ পায় শ্রম বিধিমালা ২০১৫। দীর্ঘদিন পরে শ্রম আইন ও বিধিমালা হালনাগাদ হওয়ায় শ্রমিক ও কারখানা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে একটা ভূল বুঝাবুঝি বিরাজমান রয়েছে। সর্বশেষ শ্রম বিধিমালায় ১৯টি অধ্যায়ে ৩৬৭টি বিধি সাতটি তফসিল রয়েছে। আজকের কর্মশালায় শ্রম আইনের বিভিন্ন ধারা ও বিধিমালার একাধিক অধ্যায় নিয়ে সবিস্তার আলোচনা করা হয়েছে।

5
প্রশিক্ষণ শেষে ইফতারের আয়োজন করা হয়। ছবি : ফজলুল হক

বাংলাদেশ কমপ্লায়েন্স ও ওয়েলফেয়ার ইউনিয়ন এর সভাপতি কবিনুর রহমান কবীর তার শুভেচ্ছা বক্তব্যে, তাদের সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন।

তিনি জানান, সংগঠনটি পোশাক শিল্প প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স ও ওয়েলফেয়ার অফিসারদের বিভিন্ন সমস্যার সমাধান ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার যোবায়ের আহমেদ কর্মশালার সমাপনী বক্তব্যে সংগঠনটির ভবিষ্যত পরিকল্পনা আলোচনা করেন।

প্রশিক্ষণ কর্মশালাটিতে পোশাক শিল্প নির্ভর অনলাইন সংবাদপত্র “দি আরএমজি টাইমস” মিডিয়া পার্টনার ছিল। কর্মশালার আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করে ইনভায়রো কেয়ার বাংলাদেশ।

প্রশিক্ষণ কর্মশালায় সনদপত্র প্রদান করা হয়। পরে ইফতার ও রাতের খাবার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।