ডেস্ক রিপোর্ট : ২০১১-২০১২ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানিকারক ৫২ প্রতিষ্ঠান ও ২০১২-২০১৩ অর্থ বছরে ৬১ টি প্রতিষ্ঠানকে ‘সেরা রপ্তানিকারক ট্রফি’ দিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ২৪টি খাত থেকে এসব প্রতিষ্ঠানকে বাছাই করে প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্মিলিতভাবে দুই অর্থ বছরেই সেরা ৫২ প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি করে সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বর্ণপদক পেতে যাচ্ছেন তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের চেয়ারম্যান আবদুস ছালাম মো. রফিকুল ইসলাম (নোমান)। এই প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রাণ গ্রুপের তিনটি, স্কয়ার গ্রুপের দুটি, বেক্সিমকো গ্রুপ, হা-মীম গ্রুপ, অ্যাপেক্স গ্রুপ, এনভয় গ্রুপ, আকিজ গ্রুপ ও বেঙ্গল গ্রুপের একটি করে প্রতিষ্ঠান রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় রফতানি ট্রফি প্রাপ্তির তালিকা অনুযায়ী, ২০১২-২০১৩ অর্থবছরে সর্বোচ্চ রফতানিকারক ৬১ প্রতিষ্ঠান এবং ২০১১-২০১২ অর্থবছরে ৫২ প্রতিষ্ঠানকে এ ট্রফি দেয়া হবে। তবে প্রাণ-আরএফএল গ্রুপের দুটিসহ বেশ কিছু প্রতিষ্ঠান দুই অর্থবছরই এ পদক অর্জন করে। তাই দুই অর্থবছরে মোট প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় ৮১টি।
গত ৯ জুন জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, তৈরি পোশাক (ওভেন ও নিটওয়্যার), সব ধরনের সুতা, টেক্সটাইল ফেব্রিক্স, হোম স্পেশালাইজড ও টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চামড়া, চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, কৃষিজাত পণ্য (তামাক বাদে), কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ফুল ও ফলিয়েজ, হস্তশিল্পজাত পণ্য, প্লাস্টিক পণ্য, সিরামিক সামগ্রী, হালকা প্রকৌশল পণ্য, অন্যান্য শিল্পপণ্য, ওষুধ, কম্পিউটার সফটওয়্যার, প্যাকেজিং ও অ্যাকসেসরিজ পণ্য এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলভুক্ত (ইপিজেড) শতভাগ দেশি মালিকানার কারখানার দুটি শ্রেণিসহ মোট ২৪টি শ্রেণিতে এই পদক দেওয়া হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, খুব শিগগির জাতীয়ভাবে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে সেরা রপ্তানিকারক ট্রফি হস্তান্তর করা হবে। এ ছাড়া তাঁদের সার্বক্ষণিক সচিবালয়ে প্রবেশের জন্য কার্ড দেওয়া হবে।
তৈরি পোশাক খাতের ওভেন উপখাত থেকে সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে স্বর্ণপদক পেতে যাচ্ছে হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। এ ছাড়া ওভেন রপ্তানিতে রৌপ্য পদক পাবেন অনন্ত অ্যাপারেলসের এমডি শরীফ জহীর এবং ব্রোঞ্জ পদক পাবেন সিনহা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা।
তৈরি পোশাকের নিটওয়্যার উপখাতে শীর্ষ রপ্তানিকারক হিসেবে স্বর্ণপদক পাবেন স্কয়ার ফ্যাশনসের এমডি তপন চৌধুরী। এ ছাড়া রৌপ্য পাবেন জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজের এমডি মো. গোলাম মোস্তফা ও ব্রোঞ্জ পাবেন ফোর এইচ ফ্যাশনসের এমডি গাওহার সিরাজ জামিল।
সব ধরনের সুতা রপ্তানিকারকদের মধ্য থেকে সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে স্বর্ণপদক পাবেন স্কয়ার টেক্সটাইলস লিমিটেডের এমডি তপন চৌধুরী, রৌপ্য পদক পাবেন মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডের এমডি মো. মোশাররফ হোসেন ও ব্রোঞ্জ পদক পাবেন ভিয়েলাটেক্স স্পিনিং লিমিটেডের এমডি কে এম রেজাউল হাসানাত।
টেক্সটাইল ফেব্রিক্স খাতে সেরা রপ্তানিকারক হিসেবে স্বর্ণপদক পাবেন নোমান উইভিং মিলসের এমডি ইমরান আহমেদ চৌধুরী, রৌপ্য পদক পাবেন এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ ও ব্রোঞ্জ পদক পাবেন প্যারামাউন্ট টেক্সটাইলের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন।
শীর্ষ রপ্তানিকারক পদক ছাড়াও হোম ও স্পেশালাইজড টেক্সটাইল খাতে সেরা রপ্তানিকারক হিসেবেও স্বর্ণপদক পাবে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স।
হিমায়িত খাদ্য রপ্তানিতে স্বর্ণপদক পাবেন অ্যাপেক্স ফুডসের এমডি জাফর আহম্মেদ, সি মার্ক (বিডি) লিমিটেডের এমডি ইকবাল আহমেদ ওবিই রৌপ্য পদক এবং কুলিয়ারচর সি ফুডসের (কক্সবাজার) এমডি মো. মুছা মিয়া ব্রোঞ্জ পদক পাচ্ছেন।
কাঁচা পাট রপ্তানিতে স্বর্ণপদক পাবেন পপুলার জুট এক্সচেঞ্জের এমডি হাসান আহমেদ, রৌপ্য পদক পাবেন এফআর জুট ট্রেডিং কম্পানির এমডি মো. ফজলুর রহমান শরীফ ও ব্রোঞ্জ পদক পাবেন রেজা জুট ট্রেডিংয়ের এমডি মো. সেলিম রেজা।
পাটজাত দ্রব্য রপ্তানিতে স্বর্ণপদক পাবেন আকিজ জুট মিলসের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, রৌপ্য পাবেন জনতা জুট মিলসের এমডি নাজমুল হক ও ব্রোঞ্জ পাবেন করিম জুট স্পিনার্সের এমডি মো. জাহিদা মিয়া।
ক্রাস্ট ও ফিনিশড চামড়া রপ্তানিতে স্বর্ণপদক পাবেন অ্যাপেক্স ট্যানারির এমডি এ কে এম রহমতউল্লাহ, রৌপ্য পাবেন এসএএফ ইন্ডাস্ট্রিজের এমডি শেখ মোমিন উদ্দিন।
চামড়াজাত দ্রব্য রপ্তানিতে স্বর্ণপদক পাবেন পিকার্ড বাংলাদেশের এমডি মোহাম্মদ সায়ফুল ইসলাম, রৌপ্য পাবেন আরএমএম লেদার ইন্ডাস্ট্রির এমডি অনিরুদ্ধ কুমার রায়।
ফুটওয়্যার রপ্তানিতে স্বর্ণপদক পাবেন এফবি ফুটওয়্যারের এমডি অনিরুদ্ধ কুমার রায়।
কৃষিজাত পণ্য রপ্তানিতে স্বর্ণপদক পাবেন অ্যাগ্রি কনসার্নের এমডি ড. সায়েক আবদুল কাদের, রৌপ্য পাবেন ফার্ম ফ্রেশ এন্টারপ্রাইজের মালিক সেলিনা কাদের এবং ব্রোঞ্জ পাবেন আল-আজমী ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. তাফহীম আল-আজমী।
অ্যাগ্রো প্রসেসিং পণ্য রপ্তানিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকের জন্য চূড়ান্ত হওয়া তিনটি প্রতিষ্ঠানই প্রাণ গ্রুপের। এর মধ্যে প্রাণ এক্সপোর্টার্স লিমিটেড স্বর্ণপদক, প্রাণ অ্যাগ্রো রৌপ্য পদক এবং প্রাণ ফুডস ব্রোঞ্জ পদক পাবে।
ফুল ও ফলিয়েজ রপ্তানিতে স্বর্ণপদক পাবে রাজধানী এন্টারপ্রাইজ, আর ক্যাপিটাল এন্টারপ্রাইজ। দুটি প্রতিষ্ঠানের মালিকই গোবিন্দ চন্দ্র সাহা।
হস্তশিল্প রপ্তানি করে স্বর্ণপদক পাবেন কারুপণ্য রংপুরের এমডি সফিকুল আলম সেলিম, আর রৌপ্য পদক পাবেন কোর দ্য জুট ওয়ার্কসের পরিচালক বার্থা গীতি বাড়ৈ।
প্লাস্টিক পণ্য রপ্তানিতে স্বর্ণপদক পাবেন বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের এমডি মোরশেদ আলম, রৌপ্য পাবেন এভার ব্রাইট প্লাস্টিকের মালিক বিশ্বজিত সাহা।
সিরামিক সামগ্রী রপ্তানিতে স্বর্ণপদক পাবেন ফার সিরামিকসের এমডি ইফতেখার উদ্দিন ফরহাদ।
হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে স্বর্ণপদক পাবেন ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজের এমডি মো. মিজানুর রহমান এবং রৌপ্য পদক পাবেন ট্রান্সওয়ার্ল্ড বাইসাইকেল কম্পানির এমডি রাজিয়া রহমান।
অন্যান্য শিল্পজাত পণ্য রপ্তানি করে স্বর্ণপদক পাবেন তানভির পলিমার ইন্ডাস্ট্রিজের এমডি মোস্তফা কামাল ও আল-হাবিব এন্টারপ্রাইজের এমডি হাবিব মোহাম্মদ আবদুর রউফ।
ওষুধ রপ্তানিকারক হিসেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমডি নাজমুল হাসান স্বর্ণপদক পাবেন। কম্পিউটার সফটওয়্যার রপ্তানিতে সার্ভিস ইঞ্জিনের চেয়ারম্যান এ এস এম মহিউদ্দিন মোনেম স্বর্ণপদক এবং গ্রাফিট পিপল লিমিটেডের এমডি ইমতিয়াজ এলাহী পাবেন রৌপ্য পদক।
ইপিজেডভুক্ত ১০০ ভাগ বাংলাদেশি মালিকানাধীন (সি ক্যাটাগরি) তৈরি পোশাক শিল্প (ওভেন ও নিট) খাত থেকে ইউনির্ভাসেল জিন্স স্বর্ণপদক ও জিন্স ২০০০ রৌপ্য পদক পাবে। এ দুটি প্রতিষ্ঠানের এমডি মো. নাসির উদ্দিন।
ইপিজেডভুক্ত ১০০ ভাগ বাংলাদেশি মালিকানাধীন (সি ক্যাটাগরি) অন্যান্য পণ্য ও সেবা রপ্তানিতে স্বর্ণপদক পাবেন শাশা ডেনিমস লিমিটেডের এমডি আনিসুল ইসলাম মাহমুদ।
এ ছাড়া প্যাকেজিং ও অ্যাকসেসরিজ পণ্য রপ্তানিতে স্বর্ণপদক পাবেন মন ট্রিমস লিমিটেডের চেয়ারম্যান হাজি আবদুল মজিদ মণ্ডল। তথ্যসূত্র : দৈনিক কালের কণ্ঠ
মতামত লিখুন :