নিজস্ব প্রতিবেদক : ২০ জুনের মধ্যে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিকরা। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) ব্যানারে তারা মানববন্ধন করে।
মানববন্ধনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) আহ্বায়ক কামরুল আহসান বলেন, শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে তারা কাজ করেন। আর এই শ্রমিকরাই সবচেয়ে বেশি অবহেলিত। পোশাক শ্রমিকদের প্রতি ঈদের সময় বেতন-বোনাসের দাবিতে রাস্তায় নামতে হয়। আমরা আর রাস্তায় নামতে চাই না।
সমন্বয়ক আনোয়ার হোসেন বলেন, শ্রমিকদের ঘামের মূল্য পোশাক মালিকদের দিতে হবে। কেননা এই শ্রমিকদের ঘামের বিনিময়ে আজ বাংলাদেশ উন্নতি সাধন করছে। কিন্তু এই শ্রমিকদের বেতন বোনাস দেয়া হচ্ছে না। তাই সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ আমাদের পেটে লাথি মারবেন না। ঈদের আগে আমাদের বেতন-বোনাসের ব্যবস্থা করে দিন।
জাতীয় শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর ওয়াহেদ বলেন, সামনে ঈদ আর এই সময় শ্রমিকরা তাদের বেতন পাচ্ছে না। কিভাবে একজন পোশাক শ্রমিক দিন পার করছে সেটা কি মালিকরা জানেন না? মাসের পর মাস আপনারা বেতন দিবেন না আর শ্রমিকরা না খেয়ে মরবে তা হবে না। অবিলম্বে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে। নইলে শ্রমিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান, শ্রমিক দলের প্রচার সম্পাদক মোহন,গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের যুগ্ম সম্পাদক আবুল কালাম প্রমুখ৷
মতামত লিখুন :