Logo

উৎসবমুখর পরিবেশে বিসিপিএস’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Fazlul Haque
শনিবার, মে ২৮, ২০১৬
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ়্য আয়োজনে প্রথম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন করেছে বাংলাদেশ কমপ্লায়েন্স প্রফেসনালস সোসাইটি (বিসিপিএস)। ২৭ মে, শুক্রবার নারায়নগঞ্জ শহরের মেলা ফুড ভিলেজ এর মিলনায়তনে দুই পর্বের অনুষ্ঠান উদযাপিত হয়। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনটির সকল সদস্যদের কর্মক্ষেত্রের কর্মতৎপরতাকে উৎসাহিত করতে আয়োজন করা স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুকিঁ নিরুপন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার। সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলা প্রশিক্ষণটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ।


আরও পড়ুন : নারায়নগঞ্জে বিসিপিএস’র উদ্যোগে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


দুপুরে মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের শুরুতে নিমন্ত্রিত অথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিরা।

13313586_1080891398650722_1942480737_o
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন প্রধান অতিথি আব্দুল আলিম, বিশেষ অতিথি অরুপ কুমার সাহা, সংগঠনের সভাপতি সেক্রেটারী নাঈম হোসাইন ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : আরএমজি টাইমস

সংগঠনের সভাপতি নাঈম হোসাইনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা ভিত্তিক আইএসও সার্টিফিকেশন বডি সাসটেইবেল ম্যানেজমেন্ট সিস্টেম ইনক. এর প্রধান নির্বাহী ও আন্তর্জাতিক শ্রম অধিকার প্রশিক্ষক মোঃ আব্দুল আলীম। এতে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকরণ করেন স্বনামধন্য পোশাক তৈরী প্রতিষ্ঠান মডেল গ্রুপের জিএম অরুপ কুমার সাহা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলিম বলেন, “শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিশ্বে আলোচিত সমালোচিত বাংলাদেশের পোশাক খাতের এখন অনেক গুরুত্বপুর্ণ একটা অংশ কমপ্লায়েন্স। আর এই কমপ্লায়েন্স প্রতিষ্ঠা যাদের মুল দায়িত্ব তাদের নিয়ে গড়া এই প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে এবং তাদের চলার পথে সার্বিক সহযোগিতা করে যাব” তিনি সংগঠনের নেতৃবৃন্দকে তাঁর সাংগঠনিক অভিজ্ঞতার আলোকে বিভিন্ন পরামর্শ দেন এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।

বিশেষ অতিথি অরুপ কুমার সাহা বলেন, সংগঠনটি খুব দৃঢ়তা ও একাগ্রতার সঙ্গে এগিয়ে চলছে। অতীতে সবসময় সংগঠনের পাশে ছিলাম, ভবিষ্যতেও  ভালোবাসা উৎসাহ দিয়ে সংগঠনের সকল সদস্যদের পাশে থাকবো।

এসময় বিসিপিএস এর সাধারণ সম্পাদক রাশেদ খান, সংগঠনের বিগত বছরের সকল কার্যক্রম তুলে ধরেন তাদের লক্ষ্য, উদ্দেশ্য ও মূলনীতি আলোচনা করেন। এসময় তিনি সংগঠনের সকল নির্বাহী সদস্যদের পরিচিতি তুলে ধরেন।

সংগঠনের সভাপতি নাঈম হোসাইন অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আগত অতিথি, সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান, ও সংগঠনের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, একবছর আগে এই দিনে সোনারগাওঁ এ মিলিত হয়ে আমরা সংগঠনটির যাত্রা শুরু করেছিলাম। “মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য্য হাসে” স্লোগানটিতে উজ্জীবিত হয়ে আমরা “বাংলাদেশ কমপ্লায়েন্স প্রফেশনালস এসোসিয়েশন” নাম নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি। পরবর্তীতে সংগঠনের জন্য সরকারী অনুমতি নিতে নামটিতে আংশিক পরিবর্তন করা হয়। বর্তমানে বাংলাদেশ কমপ্লায়েন্স প্রফেশনালস সোসাইটি নামে সংগঠনটি অবিরাম কাজ করে চলেছে।

তিনি বিসিপিএস’র জন্য সবার দোয়া ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।