Logo

“মেড ইন বাংলাদেশ”ই হবে পোশাকের বিশ্ব সেরা ব্র্যান্ড – বিজিএমইএ সভাপতি

Fazlul Haque
মঙ্গলবার, মে ১০, ২০১৬
  • শেয়ার করুন

BGMEAI

এসএম সোহেল, নিজস্ব প্রতিনিধি : বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, “বাংলাদেশের পোশাক শিল্প কারখানাগুলোতে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা, কর্ম পরিবেশ, ও শ্রমিকের অন্যান্য কল্যাণমুলক কাজের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে। ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির মাইলফলক  ছুবে  বাংলাদেশ। বাংলাদেশের তৈরী পোশাকই হবেই বিশ্বের সেরা ব্র্যান্ড। বিশ্ব মানবের হৃদয়ে বিশ্বস্ততার প্রতীক হবে মেড ইন বাংলাদেশ।”

তিনি মঙ্গলবার সকালে ” সাসটেইনেবল টেক্সটাইল প্রোডাকশন : স্টেপ বাই অকোটেক্স ফর মেইড ইন গ্রীণ” নামের একটি সেমিনারে বিশেষ অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর উত্তরাস্থ হোটেল লে মেরিডিয়ানের মিলনায়তনে সেমিনারটি আয়োজন করে জার্মান ভিত্তিক টেক্সটাইল টেস্টিং ইনস্টিটিউট হৌনস্টাইন এর বাংলাদেশ শাখা।

হৌনস্টাইনের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান কামরুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদুত ড. থমাস প্রিন্জ ও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিকেএমইএ এর দ্বিতীয় সহ-সভাপতি মোঃ মনসুর আহমেদ। এছাড়া দেশী বিদেশী ব্র্যান্ড/বায়িং হাউজের বাংলাদেশ প্রতিনিধি ও বিভিন্ন পোশাক কারখানার প্রায় তিনশতাধিক মালিকগণ উপস্থিত ছিলেন।

BGMEA
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদুত ড. থমাস প্রিন্জ

প্রধান অতিথির বক্তব্যে জার্মান রাষ্ট্রদূত ড. থমাস বলেন, পোশাক শিল্প খাতের বাংলাদেশের অগ্রগতি অত্যন্ত প্রশংসনীয়। বিগত কয়েক বছরে দেশের গার্মেন্টস কারখানাগুলোতে কাজের পরিবেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। কর্মপরিবেশ সবুজায়ন হচ্ছে। যা দেখে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের দিকে ইতিবাচক দৃষ্টি দিচ্ছে। বাংলাদেশের পোশাক খাতের উন্নয়নে জার্মানীরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছে।

বাংলাদেশের বস্ত্র শিল্পের কল্যাণে আয়োজিত এই সেমিনারে বক্তা হিসেবে আলোচনা করেন, হৌনস্টাইনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী প্রফেসর ড. স্টিফেন মিশেল, মহাপরিচালক ড. স্টিফেন ড্রসটে ও আন্তর্জাতিক মার্কেটিং বিষয়ক পরিচালক জর্জ ডিকম্যান।

বক্তারা বলেন, টেক্সটাইল কর্তৃক বাংলাদেশের পরিবেশ দুষণ নিয়ন্ত্রণে স্টেপ বাই অকোটেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যে বাংলাদেশে ৪ টি তৈরী পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব ” স্টেপ সার্টিফিকেট” অর্জন করেছে।

অকোটেক্স এসোসিয়েশন “অকোটেক্স স্ট্যান্ডার্ড ১০০” সার্টিফিকেট ইতিমধ্যে  বাংলাদেশসহ আন্তর্জাতিক বিশ্বে ভোক্তাদের আস্থা অর্জন করেছে। স্ট্যান্ডারটি পণ্যের ক্ষতিকারক পদার্থসহ গুণগত মান নিশ্চিত করে এবং অপরদিকে “স্টেপ সার্টিফিকেট” কেমিক্যাল ম্যানেজমেন্ট, পরিবেশ, শ্যমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা, সামাজিক দায়বদ্ধতা, পণ্যের গুণগত মান নিশ্চিত এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে পণ্য উৎপাদনের স্বীকৃতি দিয়ে থাকে। কোন কারখানা “অকোটেক্স স্ট্যান্ডার্ড ১০০” ও “স্টেপ সার্টিফিকেট” অর্জনের মাধ্যমে মেড ই গ্রীণ লোগো ব্যবহার করার উপযোগী হবে যা ইউরোপসহ বিশ্ব বাজারে ভোক্তাদের কাছে বহুল সমাদৃত। ‌