Logo

পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

RMG Times
মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০১৭
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : আশুলিয়া থানা সংলগ্ন একটি বাসা থেকে আজ সকালে তাসমিন নাহার রুমি (৩১) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ লাশ করেছে পুলিশ। রুমি দিনাজপুরের হাকিমপুর উপজেলার দুবরা গ্রামের এমএ মান্নানের মেয়ে। তিনি তার স্বামী রায়হান পারভেজ মিলনের সঙ্গে থেকে আশুলিয়ার ফাউন্টেন গার্মেন্টসে শ্রমিকের কাজ করতেন।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম জানান, তাসমিন নাহার রুমির স্বামী কারখানা থেকে ফিরে তাকে ডাকাডাকি করলেও দরজা না খোলায় তার সন্দেহ হয়। পরে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে রুমির ঝুলন্ত লাশ উদ্ধার করে।