Logo

আশুলিয়ায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

Fazlul Haque
বৃহস্পতিবার, জুন ২৩, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : সাভারের আশুলিয়ায় সুমন শিকদার (৩০) নামের এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন দ্য রোজ ড্রেসেস পোশাক কারখানার শ্রমিক ছিলেন বলে জানা গেছে। তিনি আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার আফতাব আলী শিকদারের ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, মধ্যরাতে প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে বের হন সুমন। এসময় আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে সুমনের চিৎকারে বাসার অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।