Logo

আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু (ভিডিও)

Fazlul Haque
বুধবার, মে ১৮, ২০১৬
  • শেয়ার করুন

আশুলিয়া সংবাদদাতা: আশুলিয়ায় একটি পোশাক কারখানার ছাদ থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে আশুলিয়ার জিরানী এলাকায় স্প্রিং ট্রেড নামে একটি পোশাক কারখানার ভবনের পাশ থেকে এই নারী শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জিরানী এলাকায় স্প্রিং ট্রেড নামে একটি পোশাক কারখানার নারী শ্রমিক ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে। এমন খবরের ভিত্তিতে আসমানী বেগম নামে এক নারী নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মা ও স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে সে।

তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে এই বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ আরও জানান।

নিহত নারী শ্রমিকের নাম আসমানী বেগম। সে পাবনার সাথীয়া থানার বাস্তাপুর হাসান মিয়ার মেয়ে। আসমানী বেগম গত তিন মাস ধরে স্প্রিং ট্রেড কারখানায় অপারেটর পদে কাজ করছিল।