ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি ইউসুফ শেখের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এসময় প্রায় ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা।
এরআগে গতকাল মঙ্গলবার ( ১৪ জুন ) রাতে আশুলিয়ার ইউনিক এলাকায় এঘটনা ঘটে বলে জানা যায় পরে রাত ১২টার দিকে এই ব্যাপারে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী ইউসুফ শেখ।
অভিযুক্তরা হলেন-বাংলাদেশ জাতীয় শ্রমিক কর্মচারী পরিষদ এর সাভার-আশুলিয়া, ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি বাকের শেখ (৪৮) ও একই কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন (৩৫)সহ অজ্ঞাত ৭/৮ জন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়-আনুমানিক ১০ঘটিক আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন নোভা ক্লিনিকের পূর্ব পাশে ভূঁইয়া মার্কেটের পাশে দাঁড়িয়ে আমার সহকারীদের সাথে কথাবার্তা বলিতেছিলাম হঠাৎ করে বিবাদীরা সহ তাদের সঙ্গে থাকা অজ্ঞাত নামা কয়েকজন আমার সাথে খারাপ আচরণ করে একপর্যায়ে বিবাদীরা আমাকে এলোপাথাড়িভাবে মারধর ও আমার সাথে থাকা নগদ ২২ হাজার টাকা নেয়া যায় এবং প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখে বিবাদীরা চলে যায়।
ভুক্তভোগী ইউসুফ শেখ বলেন, আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা রেখে মালিক পালিয়ে যায় সেই বিষয়টি নিয়ে আমাদের সংগঠনসহ কয়েকটি সংগঠন আন্দোলন সংগ্রামের পর গত ১২ জুন শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার কথা ছিল কিন্তু মালিকপক্ষ ২০ জুন পর্যন্ত সময় চায় আমি সময় দিতে ও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করার কথা বলার কারণ এই তথাকথিত কয়েকজন নেতার মালিকের কাছে থেকে সুবিধা নিতে পারবে না বিধায় আমাকে ওইখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে বলে আমার মনে হচ্ছে।
এই বিষয়ে অভিযুক্ত বাকের শেখ মারধরের কথা স্বীকার করে বলেন, একটি কারখানার বিষয়ে কিছু লেনদেনের বিষয়ে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত বাকের শেখের কাছে ২২ হাজার টাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি তিনি সামনাসামনি কথা বলতে বলে।
এবিষয়ে জানতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) ইউনুছ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে আমি এখনো অবগত নই আমি রাতে ডিউটিতে ছিলাম না এখন ডিউটিতে যাচ্ছি গিয়ে বিস্তারিত বলতে পারবো।
মতামত লিখুন :