নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের মানব সম্পদ ব্যবস্থাপনা পেশাজীবিদের শীর্ষ সংগঠন ‘ইনস্টিটিউট অব পার্সনাল ম্যানেজমেন্ট বাংলাদেশ’ এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘কর্মক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালা বাস্তবায়নের কৌশল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। রাজধানীর উত্তরাস্থ তিন তারকা হোটেল ‘হোটেল হাই গার্ডেন’ এর মিলনায়তনে শুক্রবার (১৯ মে ২০১৭) দিনব্যাপি এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক হিসেবে কোর্সটি পরিচালনা করেন মানব সম্পদ ব্যবস্থাপনা ও শ্রম আইনের বিশিষ্ট কনসালট্যান্ট এডভোকেট মি. মোহাম্মদ বাবর চৌধুরী। কর্মশালায় পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এসময় আয়োজক ্প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন আইপিএম এর সহ-সভাপতি মি. আরমানুল আজিম। তিনি আরএমজি টাইমসকে বলেন, বিভিন্ন শিল্পখাতে এখনো পুরোপুরি শ্রম আইনের বাস্তবায়ন হয় না। শ্রম আইন ও শ্রম বিধিমালার যথার্থ সমন্বয়ের অভাবে ও বাস্তবায়নের কৌশল না জানার কারণে প্রায়ই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। অনেক ক্ষেত্রে শ্রম আইনের সঠিক ব্যবহার না থাকায় মালিকপক্ষ বিব্রতকর অবস্থায় পড়েন। আজকের প্রশিক্ষণে শ্রম আইন ও শ্রম বিধিমালার সমন্বয়ে শ্রম আইন বাস্তবায়নের বিভিন্ন কৌশল ও নিয়ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
তিনি বলেন, ১৯৮০ সালে প্রতিষ্ঠার পর থেকেই আইপিএম বাংলাদেশে দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপক তৈরীতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। এ ধরনের প্রশিক্ষণ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
মতামত লিখুন :