নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো মিয়ানমারে
প্রশিক্ষণে ১১ টি দেশ থেকে ১৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। আর এতে প্রধান প্রশিক্ষক হিসেবে কোর্সটি পরিচালনা করেন সোস্যাল একাউন্টেবিলিটি ইন্টারন্যাশনাল (SAI) এর প্রথম বাংলাদেশী প্রশিক্ষক মি. আব্দুল আলিম।
মি. আব্দুল আলিম আরএমজি টাইমসকে জানান, বিভিন্ন দেশ থেকে আসা প্রশিক্ষণার্থীদের সাথে মিয়ানমারের এই প্রথম কোর্স আমি উপভোগ করেছি প্রতিটি মুহূর্ত। প্রতিটা মুহূর্তই ছিল আমার জন্য নতুন অভিজ্ঞতা। কারন, শুধু যে ১২ দেশের প্রতিনিধি সেটাই নয় এখানে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে কমপক্ষে ১০ টি ভিন্ন সেক্টরে কাজ করে এমন লোক রয়েছেন যার কারনে ভিন্ন ভিন্ন সমস্যা ও ধারনার কথা উঠে এসেছে। এর আগেও বিভিন্ন দেশে আমি প্রশিক্ষণ করিয়েছি তবে মিয়ানমারে অনুষ্ঠিত প্রথম এই প্রশিক্ষণ আমার বিশেষভাবে স্মরণ থাকবে।
এসময় সকল সহায়তার জন্য তিনি এসজিএস কে আন্তরিক ধন্যবাদ জানান
মতামত লিখুন :