Logo

ঢাকায় অনুষ্ঠিত হল SA8000:2014 এডভান্সড অডিটর কোর্স, এবারই প্রথম বাংলাদেশী প্রশিক্ষক

RMG Times
রবিবার, অক্টোবর ২, ২০১৬
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : বর্তমান বিশ্বের সামাজিক দায়বদ্ধতা বিষয়ক সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড SA8000:2014 এর  এডভান্সড অডিটর কোর্স ঢাকায় অনুষ্ঠিত হয়েছে । আর এবারই প্রথমবারের মতো কোনো বাংলাদেশী প্রশিক্ষক লিড ট্রেইনার হিসেবে কোর্সটি পরিচালনা করেছেন। সেপ্টেম্বর এর ৩১ তারিখ থেকে অক্টোবর এর ০২ তারিখ পর্যন্ত তিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটি ঢাকার উত্তরাস্থ তিন তারকা হোটেল “হোটেল হাই গার্ডেন” এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

[metaslider id=2712]

কোর্সটিতে অডিট কোম্পানি, ব্র্যান্ড ও উন্নয়ন প্রতিষ্ঠান থেকে একজন বিদেশীসহ মোট ৯ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহন করেন। বাংলাদেশী হিসেবে প্রথমবারের মতো এবারের কোর্সটি পরিচালনা করেন সোস্যাল একাউন্টবিলিটি ইন্টারন্যাশনাল এর লিড ট্রেইনার মোঃ আব্দুল আলিম।

কোর্স সমন্ধে জানতে চাইলে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের একজন আরএমজি টাইমস এর প্রতিবেদক কে জানান, এই প্রশিক্ষণটি সোশ্যাল কমপ্লায়েন্স অডিটরদের জন্য খুব প্রয়োজনীয়। SA8000:2014 সহ বিভিন্ন সোশ্যাল কোড অব কন্ডাক্ট অডিট করতে হলে এই প্রশিক্ষনে উত্তীর্ণ হতে হয়। একই স্ট্যান্ডার্ড এর ৫ দিনের একটি মৌলিক প্রশিক্ষনে উত্তীর্ণ হয়ে এই এডভান্সড কোর্স এ অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে হয়।

এ ব্যাপারে জানতে চাইলে কমপ্লায়েন্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক সুলতান মাহমুদ বলেন, যারা কমপ্লায়েন্স অডিট নিয়ে কাজ করতে চায় তাদের জন্য এ সময়ের সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক প্রশিক্ষণ হল SA8000:2014  বেসিক ও এডভান্সড কোর্স। প্রথম ও একমাত্র কোন বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক এই কোর্স পরিচালনা করায় তিনি জনাব আব্দুল আলীম কে অভিনন্দন জানান।

কোর্স শেষে প্রধান প্রশিক্ষক আব্দুল আলীম আরএমজি টাইমসকে বলেন, ২০০৩ সাল থেকে বাংলাদেশে এই কোর্স অনুষ্ঠিত হয়ে আসছে। সোশ্যাল একাউন্টেবিলিটি ইন্টারন্যাশনাল এই কোর্স পরিচালনা করে আসছে এবং বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখছে এই প্রশিক্ষণগুলি। স্থানীয় প্রশিক্ষক হিসেবে নিজেকে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য সোশ্যাল একাউন্টেবিলিটি ইন্টারন্যাশনাল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।