Logo

ঢাকায় “আইএসও-২৬০০০ “কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Fazlul Haque
শনিবার, জুন ৪, ২০১৬
  • শেয়ার করুন

ফজলুল হক : ঢাকায় “আইএসও-২৬০০০-কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার উত্তরাস্থ হোটেল হাই গার্ডেনের মিলনায়তনে কর্মশালাটি আয়োজন করে আমেরিকা ভিত্তিক সার্টিফিকেশন ও অডিট কোম্পানী “সাসটেইনেবল ম্যানেজমেন্ট সিস্টেম ইনক.”। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি শুক্রবার সকাল নয়টা থেকে শুরু হয়।

ISO 26000 Training (41)
ফ্রেমবন্দি প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা। ছবি : ফজলুল হক।

লিড ট্রেইনার হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন “”সাসটেইনেবল ম্যানেজমেন্ট সিস্টেম ইনক.” কর্ণধার ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল আলিম। এতে বিভিন্ন পোশাক কারখানা, ক্রেতা প্রতিষ্ঠান ও পরিদর্শক কোম্পানীর থেকে দেশি-বিদেশী ১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

[metaslider id=1870]

প্রশিক্ষণে চলমান বৈশ্বিক অস্বাভাবিক রূপান্তর প্রেক্ষাপটে টেকসই উন্নয়নের লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে একবিংশ শতাব্দীর বিশ্বকে মানসম্পন্ন ও দূষণমুক্ত রাখতে আন্তর্জাতিক মান নির্ধারণী প্রতিষ্ঠান আইএসও (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন) এর সংযোজন আইএসও ২৬০০০ স্ট্যান্ডার্ডটির পরিচিত তুলে ধরা হয়।

প্রধান প্রশিক্ষক আব্দুল আলিম বলেন, আইএসও ২৬০০০ স্ট্যান্ডার্ডটি ২০১০ সালে প্রকাশ হলেও অর্ধযুগের বেশি সময়েও এটা পরিচিতি পায়নি।  তাই কর্পোরেট খাতে এটা নিয়ে আছে অনেক ভুল ধারণা। আজকের কর্মশালায় স্ট্যান্ডার্ডটির পরিচিতি, প্রয়োজনীয়তায়, ও সামাজিক দায়বদ্ধতা থেকে কিভাবে সামাজিক নীতিমালায় স্ট্যান্ডার্ডটির সমন্বয় করা যায়, তা আলোচনা করার চেষ্টা করেছি।

তিনি বলেন, সংখ্যাগত দিক নয়, গুণগত দিককে প্রাধান্য দিয়ে আমাদের দেশের বাণিজ্য, যোগাযোগ এবং শিল্প কারখানার উৎপাদিত পণ্যের মান উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে আইএসও ২৬০০০’র সংযোজন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়া অত্যান্ত জরুরী। আইএসও এর সংযোজিত স্ট্যান্ডার্ডটি অনুসরণ করে সামাজিক দায়বদ্ধতার বাস্তবায়নপূর্বক সুস্থ, সুন্দর ও দূষণমুক্ত আগামী প্রজন্ম গড়ে উঠবে েএটাই আমাদের প্রত্যাশা।