Logo

শেষ হলো গ্লোবাল গ্রুপের এসএ ৮০০০:২০১৪ বেসিক অডিটর প্রশক্ষিণ কোর্স

Fazlul Haque
রবিবার, মে ১, ২০১৬
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিনিধি : সফলভাবে শেষ হলো এসএ ৮০০০:২০১৪ বেসিক অডিটর প্রশক্ষিণ কোর্স। শনিবার সন্ধ্যায় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সমাপনী পরীক্ষার মাধ্যমে কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়। গ্লোবাল গ্রুপের আয়োজনে কোর্সটি গত মঙ্গলবার রাজধানীর উত্তরাস্থ তিন তারকা হোটেল “হোটেল মারিনো” এর কনফারেন্স হলে শুরু হয়।

gLOBAL GROUP bANGLADESH

সোস্যাল একাউন্ট্যাবিলিটি এক্রিডিটেশন সার্ভিসেস (SAAS) কর্তৃক স্বীকৃত পাঁচদিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করেন বিভিন্ন পোশাক কারখানা, বায়িং হাউস ও ব্র্যান্ডের প্রতিনিধিরা।

প্রধান প্রশিক্ষক হিসেবে কোর্সটি পরিচালনা করেছেন গ্লোবাল গ্রুপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও জ্যেষ্ঠ প্রশিক্ষক মোঃ আব্দুল মোত্তালেব। তিনি বলেন, সফলভাবে এবারের কোর্সটি সম্পন্ন হয়েছে। আমি আশাবাদী কোর্সটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, গ্লোবাল গ্রুপ সবচেয়ে কম খরচে বাংলাদেশের পোশাক খাতের কমপ্লায়েন্স বিভাগের ব্যবস্থাপক, বিভিন্ন অডিট কোম্পানির অডিটর সহ এই খাতে কর্ম দক্ষতা বাড়াতে নিরলস চেষ্টা করে যাচ্ছে। বেসিক অডিটর প্রশিক্ষণ কোর্স ছাড়াও বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন বিষয়ক প্রশিক্ষনের আয়োজন আমাদের একটি নিরবিছিন্ন প্রক্রিয়া হিসেবে চলমান আছে।