Logo

ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ১০২, আহত ২৮০

Fazlul Haque
সোমবার, এপ্রিল ১১, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্টঃ আজ ভোর ৩.৩০ মিনিটে ভারতের কেরালা প্রদেশের কোল্লাম জেলার এক মন্দিরে আতশ বাজি থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় যে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১০২ ও ২৮০ জন গুরুতর আহত যাদের অনেকেই শঙ্কামুক্ত নন। বিমান বাহিনী তাদের চারটি হেলিকপ্টার যোগে আহতদের হাসপাতালে নেয়ার ব্যবস্থা করছেন।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী ভি এস শিভাকুমার ত্রিভান্দ্রুম মেডিকেল কলেজ ও কোল্লাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ কে আহতদের চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালেই ছুটে যান কেরালাতে এবং ঘটনাস্থল সহ হাসপাতাল পরিদর্শন করে হতাহতের খোজ খবর নেন। তিনি এই দুর্ঘটনাকে অকল্পনীয় বলে উল্লেখ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী কে ফোন করে সমবেদনা জানিয়েছেন।