ডেস্ক রিপোর্ট : পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হতে তেমন কোন বাধা নেই ট্রাম্পের। ২৪৪ টি ইলেকক্ট্ররাল ভোট নিয়ে এগিয়ে থাকা মিঃ ট্র্যাম্প এক রকম জিতেই গেছেন হোয়াইট হাউজের দৌড়ে, বাকিটা শুধুই সময়ের ব্যাপার।
প্রাথমিক এই ফলাফল বলছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত এই নির্বাচনে হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন হোয়াইট হাউজের উত্তরাধিকারী।
ঝুঁকিপূর্ণ অভিবাসিরা ইতিমধ্যে বিকল্প চিন্তা শুরু করেছেন। আমরাও অপেক্ষায় থাকবো বাংলাদেশের মত দেশের সাথে পররাষ্ট্রনীতিতে কোন পরিবর্তন বা আমাদের জিএসপি নিয়ে কোন ইতিবাচক সিদ্ধান্ত আসে কিনা?
এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের সম্ভাবনায় এশিয়ার শেয়ারবাজারে পতন হয়েছে। জাপানের টোকিওতে এমএসসিআই সূচকের পতন হয়েছে ১৩৫.০৭ পয়েন্টের। শতকরা হিসাবে এ পতনের হার ২ শতাংশ। ব্রেক্সিটের ঘটনায় শেয়ারবাজারে বড় ধরনের ধাক্কা লেগেছিল। ট্রাম্পের বিজয়ের সম্ভাবনায়ও বাজারে বড় ধরনের নিতিবাচক প্রভাব পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বুধবার দিনের শুরুতে ভোট গণনায় ফ্লোরিডার ২৯টি ইলেকটোরাল ভোট ট্রাম্প পেতে পারেন-এমন আভাস পাওয়ার পর থেকেই বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়।
মতামত লিখুন :